, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


নকল কলিকাতা হারবালকে আড়াই লাখ টকা জরিমানা

  • আপলোড সময় : ২১-১২-২০২৩ ০৫:১৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৩ ০৫:১৭:৪৩ অপরাহ্ন
নকল কলিকাতা হারবালকে আড়াই লাখ টকা জরিমানা
সাইফুল্লাহ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে শেফা আয়ুর্বেদিক কলিকাতা হারবালকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার অধিদপ্তরের। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, কলিকাতা হারবালের সাথে কোন রকম সংশ্লিষ্ট না থাকাসহ বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি পরবর্তী পদক্ষেপ না আসা পর্যন্ত বন্ধ ঘোষণ করা হয়। এটি মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদ মার্কেটের ২য় তলায় অবস্থিত।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ এই নামে ব্যবসা করে যাচ্ছে। তবে কলিকাতা হারবালের সাথে তাদের কোন সংশ্লিষ্ট বা সম্পর্ক কোনটাই নেয়। এভাবে দীর্ঘদিন মিডিয়ায় এ্যাড দিয়ে ব্যবসা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গোপন রোগের চিকিৎসা সেবা নিতে আসা মানুষদের ঠকিয়ে নেয়া হয় বিপুল পরিমাণ অর্থ।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান নিজেকে আয়ুর্বেদিক হারবাল গবেষক হিসেবে দাবী করেন। তিনি ঢাকা, কলকাতা, ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। তার সুস্পষ্ট সার্টিফিকেট দেখাতে পারে নি।

এছাড়া কলিকাতা হারবাল কিডনি, লিভার, পাইলস, চর্মরোগ, পুরুষদের যৌন সংক্রান্ত ও স্ত্রীরোগ সমূহের হারবাল চিকিৎসায় বিশেষ পারদর্শী হিসেবে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
সর্বশেষ সংবাদ