সাইফুল্লাহ, ঢাকা: যারা ভোট বাঞ্চালের চেষ্টা করে, মানুষ পুড়ে হত্যা করে তাদের স্থান এখানে নেই। আমরা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিব, কোন রকম ষড়যন্ত্র যারা করছে তাদেরকে আমরা প্রতিহত করবো। আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করে সমস্ত বিশ্বকে আমরা দেখিয়ে দিব। আমাদের মাননীয় নেত্রী যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা আমরা বাস্তবায়ন করবো। এটাই হবে আমাদের শপথ। কেরানীগঞ্জে কর্মী সমাবেশে এ্যাড. কামরুল ইসলাম এসব কথা বলেন।
আগামী নির্বাচন ঘিরে কোন প্রকার নৈরাজ্য জনগণ সমর্থন করবে না। তারা সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত আছে। গতকাল কেরানীগঞ্জে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের কোন আন্দোলনই সফল হয়নি। অসহযোগ আন্দোলনও সফল হবে না। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময় অনুষ্ঠিত হবে। কেউ এ নির্বাচন বানচাল করতে পারবে না।
তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। তাদেরকে বয়কট করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আবারো জনগণ নৌকা প্রতীকে ভোট দেবেন।
রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলেইমান জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ উদ্দিন সানজিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সহসভাপতি শফিউল আজম খান বারকু, নাসিম হোসেন অপু, বদিউল আলম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য শিলারা ইসলাম, আইকে শাহীন প্রমুখ।