, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমিরাতে লটারি জিতে রাতারাতি কোটিপতি বাংলাদেশি গাড়িচালক

  • আপলোড সময় : ২০-১২-২০২৩ ০৭:০৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৩ ০৭:০৬:৪৭ অপরাহ্ন
আমিরাতে লটারি জিতে রাতারাতি কোটিপতি বাংলাদেশি গাড়িচালক ফাইল ছবি
আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে ১ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ।  বাংলা টাকায় প্রায় তিন কোটি টাকার  জিতেছেন তিনি। বুধবার (২০ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে ১ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ১৯৫ টাকা। ৫৬ বছর বয়সী মোহাম্মদ আমিরাতের আল খাইমাহত শহরে বসবাস করেন। পেশায় তিনি একজন গাড়িচালক।

বন্ধুদের কথায় গত এক বছর ধরে বিগ টিকিটের লটারি কিনছেন মোহাম্মদ। অবশেষে কপাল খুললো তার, হয়ে গেলেন কোটিপতি।

লটারি জেতার পর মোহাম্মদ বলেন, আমরা ১৯ জনের একটি দল। গত এক বছর ধরে আমরা প্রতি মাসে লটারির টিকিটি কিনছি। অবশেষে লটারি জিতে আমি অনেক খুশি। এখন লটারিতে জেতা অর্থ আমার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করব। আর বাংলাদেশে আমার সন্তানদের জন্য একটি নতুন বাড়ি কিনব।
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া