হরতাল সমর্থনে বিএনপির সিনিয়র-যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগে এই মিছিল করেন তারা। এসময় রাস্তায় আগুন জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান, মামুন বিল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিদ, ছাত্রদলের সাবেক সদস্য ওমর ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেকসহ সভাপতি শফিকুল ইসলাম ইমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি আব্দুল মমিন, বাগেরহাট জেলা যুবদল সহ-সভাপতি কাজী মনজুর রহমান প্রমুখ।
এদিকে হরতালের সর্মথনে রাজধানীর শান্তিনগর মোড় থেকে কাকরাইল হয়ে নাইটিংগেল মোড় পর্যন্ত বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও রাশেদ সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে।