, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-১২-২০২৩ ১০:২২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৩ ১০:২২:৩৭ পূর্বাহ্ন
ইবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) সকাল ১০ টায় প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২০২৪ এর অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কর্মপরিকল্পনার আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এপিএ টিমের আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। 

স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন কর্মশালায় সভাপতিত্ব করেন। রিসোর্স পার্সন ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ সাইফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া