, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


একটি ব্যালটে হাত দিলে একটি বুলেট খরচ করা হবে: পুলিশ সুপার

  • আপলোড সময় : ১৯-১২-২০২৩ ১০:১৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৩ ১০:১৪:০৯ পূর্বাহ্ন
একটি ব্যালটে হাত দিলে একটি বুলেট খরচ করা হবে: পুলিশ সুপার
এবার একটি ব্যালটের বিপরীতে একটি বুলেট ব্যবহার করা হবে বলে মন্তব্য করেছেন বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান। গতকাল সোমবার ১৮ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

এদিকে পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, সুষ্ঠু ভোটের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত থাকবে। একটি ব্যালটে হাত দিলে একটি বুলেট খরচ করা হবে। ফ্রি ফেয়ার নির্বাচনের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। কোন আপস হবে না।

এদিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়েছেন বাগেরহাটের চারটি সংসদীয় আসনের ২৬ জন প্রার্থী। সোমবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খালিদ হোসেন প্রার্থীদের হাতে এই প্রতীক তুলে দেন।

এ সময় বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা