, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মাহিয়া মাহির পা ধুইয়ে বরণ করে নিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা

  • আপলোড সময় : ১৯-১২-২০২৩ ১০:০৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৩ ১০:০৪:০৫ পূর্বাহ্ন
মাহিয়া মাহির পা ধুইয়ে বরণ করে নিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা
এবার রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে পা ধুইয়ে বরণ করে নিয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা। এই আসনে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। গতকাল সোমবার ১৮ ডিসেম্বর বিকেলে তানোর উপজেলার পাচন্দ ইউনিয়নের পুন্দাইন (গুড়ইল) সাঁওতালপল্লীর নারীরা মাহিকে  বরণ করে নেন।  
 
এদিন সন্ধ্যায় সাঁওতালপাড়ায় মাহিয়া মাহিকে বরণের একটি ভিডিও মাহি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। এতে তিনি লেখেছেন, ‘আদিবাসী ভাই-বোনরা আমাকে বরণ করে নিলো, মা-বোনদের মার্কা কি, ট্রাক ছাড়া আবার কি।’

সেই ভিডিওটিতে দেখা গেছে, একটি চেয়ারে বসে আছেন মাহি। তার সামনে দুটি থালা রয়েছে। কাঁসার থালায় মাহির দুই পা রেখে অপর থালার পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন আদিবাসী এক নারী। মাহিকে এমনভাবে বরণের দৃশ্য দেখছেন চারপাশের মানুষ। এরপর মাহি সাঁওতালপল্লীর প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের থেকে ভোট চান।  
 
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন মাহি। প্রথম দিনেই তিনি তানোর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালান। তিনি তানোরের কয়েকটি এলাকায় দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করেন। 
 
এদিকে রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। এদিকে রাত ৮টার দিকে তানোর উপজেলার মুন্ডুমালা সদরে মাহিয়া মাহি তার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মাহির কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় মাহি ভোটারদের কাছ থেকে দোয়া ও ভোট চান। 
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া