, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নৌকার মিছিলে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

  • আপলোড সময় : ১৮-১২-২০২৩ ০৯:৫৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৩ ০৯:৫৭:৪৮ অপরাহ্ন
নৌকার মিছিলে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু ফাইল ছবি
বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের মিছিলে গিয়ে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌকা প্রতীকের মিছিল শেষে অসুস্থ হয়ে নুরুল ইসলাম মারা যান। 

নুরুল ইসলাম বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর সন্ধ্যায় বরগুনা পৌর শহরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর প্রথম প্রচার মিছিল হয়। এতে অংশগ্রহণ করতে সন্ধ্যায় শহরে আসেন নুরুল ইসলাম। পরে মিছিল শেষে জেলা আওয়ামী লীগের অফিসে বসলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ফার্মেসি থেকে লোক ডেকে প্রাথমিকভাবে চিকিৎসা দিতে চাইলে তাকে পরীক্ষা করে হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। পরে তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলামের ছেলে মো. রহিম বলেন, বিকেলে সুস্থ অবস্থায় তিনি বাসা থেকে বের হন। এ সময় এলাকা থেকে আরও অনেককে তার সঙ্গে নিয়ে নৌকার মিছিলে যান। রাতে পৌরসভার গাড়িতে তার মরদেহ নিয়ে আসা হয় বাড়িতে। 

বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুনায়েদ জুয়েল বলেন, নুরুল ইসলাম একজন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি দীর্ঘ ২৫ বছর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে আমরা একজন আওয়ামী লীগের কর্মী হারালাম।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক স্বপন বলেন, সন্ধ্যায় আমার নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকা প্রতীকের মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে নুরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এ খবর পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তাকে দেখতে দ্রুত হাসপাতালে ছুটে আসেন। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস