, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আইপিএলের নিলামে মুস্তাফিজ, থাকছেন না তাসকিন-শরিফুল

  • আপলোড সময় : ১৮-১২-২০২৩ ০৭:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৩ ০৭:৩২:০৭ অপরাহ্ন
আইপিএলের নিলামে  মুস্তাফিজ, থাকছেন না তাসকিন-শরিফুল
সারা বছরই আইপিএল নিয়ে থাকে বিভিন্ন আলোচনা। তবে নিলামের আগে সেই আলোচনা ভিন্ন মাত্রায় পৌঁছে যায়। কোন ক্রিকেটার নিলামে কেমন মূল্য পাবেন তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। মঙ্গলবার দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৭তম আসরের নিলাম। আইপিএলে অংশ নেয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের সব ক্রিকেটারদের ছুটি দিয়েছে।

তবে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না। নিলামে এক ঝাঁক ক্রিকেটার নাম দিলেও চূড়ান্ত তালিকায় ছিলেন কেবল মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে তাসকিন ও শরিফুল আইপিএলে খেলতে পারছেন না। এই দুজনকে আইপিএলে খেলার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া মুস্তাফিজুর রহমানকে শুধু ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দেয়া হয়েছে। তবে সেটা কেবল দল পেলেই। ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত শ্রীলঙ্কার ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে। ফলে লঙ্কান ক্রিকেটারদেরও আইপিএলের একটি অংশ পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

যদিও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই), ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ), নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ও জিম্বাবুয়ে ক্রিকেট (জেড সি) এরই মধ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে নিশ্চিত করেছে তাদের ক্রিকেটাররা পুরো মৌসুমেই আইপিএলে খেলতে পারবেন। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস