দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়ন বাতিল হওয়া বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রার্থিতা ফিরে পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে সাদিক আবদুল্লাহর নির্বাচন করতে কোনো বাধা নেই।
এর আগে গত ৬ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক। পরে গত শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করেন নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান সাদিক আবদুল্লাহ।
উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয় সাদিক আবদুল্লাহ। তবে ২০২৩ সালে এসে তিনি নগরীতে নৌকার কাণ্ডারি হতে পারেন নি। তার পরিবর্তে দলীয় মনোনয়ন পান সাদিকেরই চাচা আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। পরে মেয়রও নির্বাচিত হন খোকন।