, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অস্ট্রেলিয়ায় রেকর্ড বন্যায় ডুবল বিমানবন্দর, রাস্তায় ঘুরছে কুমির

  • আপলোড সময় : ১৮-১২-২০২৩ ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৩ ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ায় রেকর্ড বন্যায় ডুবল বিমানবন্দর, রাস্তায় ঘুরছে কুমির
এবার রেকর্ড বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্য। রাজধানী ব্রিসবেন থেকে উত্তরের কয়েকটি শহর ঘূর্ণিঝড় পরবর্তী টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে। বন্যার পানিতে প্রদেশটির একটি বিমানবন্দর প্লাবিত হয়েছে।
 
আজ সোমবার ১৮ ডিসেম্বর এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বানের পানিতে প্লাবিত শহরের রাস্তায় কুমির ঘুরে বেড়াতে দেখা গেছে। পরিস্থিতি বিবেচনায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে এখনও বহু মানুষ পানিতে আটকা পড়ে আছেন।

সেই প্রতিবেদনে বলা হয়, ক্রিসমাসের আগেই তলিয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ৪৬ বছরের মধ্যে ভয়াবহতম বন্যার সম্মুখীন হয়েছে উপকূলীয় ছোট শহরগুলো।
 
এদিকে কেয়ার্নস বিমানবন্দরের বিমানগুলো পানিতে ডুবে গেছে, শহরের মাঝখানে রাস্তায় একটি কুমির দেখা গেছে এবং লোকজন নৌকায় করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যু বা কারো নিখোঁজ থাকার খবর পাওয়া যায়নি। গত শনিবার (১৬ ডিসেম্বর) কেয়ার্নসে বজ্রপাতের পর ১০ বছর বয়সী এক মেয়ে আহত হয় এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
 
এদিকে কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী (প্রিমিয়ার) স্টিভেন মাইলস অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেছেন, আমি যতটা মনে করতে পারি প্রাকৃতিক এই বিপর্যয়টি (অতীতের তুলনায়) সবচেয়ে খারাপ। তিনি বলেন, আমি কেয়ার্নস শহরের স্থানীয়দের সঙ্গে কথা বলছি এবং তারা বলছেন, তারা এর আগে এরকম বন্যা কখনও দেখেনি।
সর্বশেষ সংবাদ