, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


উল্লাপাড়ায় ‘দিন বদল’ নাটকের সফল মায়ন

  • আপলোড সময় : ১৭-১২-২০২৩ ০৬:৪৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৩ ০৬:৪৬:৫০ অপরাহ্ন
উল্লাপাড়ায় ‘দিন বদল’ নাটকের সফল মায়ন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রত্যন্ত গ্রামে একসময়ের সাধারন মানুষের উপর অর্থ ও ক্ষমতাললুপ গ্রাম্য মাতব্বরদের আধিপত্য, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ, জনসচেতনতা সৃষ্টি ও কুসংস্কারের আগল ভাঙ্গার কাহিনী নিয়ে লেখা ‘দিন বদল’ নাটিকা মায়ন করা হলো উল্লাপাড়ায়। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার রাতে উপজেলার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে জাহিদুল ইসলামের লেখা এই নাটকটি মে  আনে বেতবাড়ী বিপ্লবী নাট্যগোষ্ঠী। 

এটি এই নাট্যগোষ্ঠীর ১৯তম প্রযোজনা। নাটকটিতে একদিকে যেমন গ্রাম্য মাতব্বরদের নানা কূটকৌশল, অপকর্ম, পারিবারিক বিরোধ সৃষ্টি করে অবৈধ অর্থ আদায়ের কৌশল উঠে এসেছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের যুবকেরা গ্রামের স্কুলের শিক্ষকের নেতৃত্বে এসব অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদী হবার বিষয়টিও অভিনয়ের মধ্যে দিয়ে চমৎকারভাবে ফুটে উঠেছে। অনেকদিন পরে এলাকার নাট্যামোদীরা একটি ম সফল ও নান্দনিক নাটক উপভোগ করেন।

শাহরিয়ার হোসেন বাবু’র নির্দেশনা ও সঞ্চালনায় ‘দিন বদল’ নাটকে অভিনয় করেছেন, আব্দুল মান্নান, এনামুল হক, দুলাল উদ্দীন খান, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, রুবেল হোসেন, গৌতম কুমার, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, আলমগীর হোসেন, হাবিবুর রহমান, সেরাজুল ইসলাম, মনিরুল ইসলাম মন্টু, আব্দুল জব্বার, আব্দুল আলীম, ইমরান হোসেন।

নাটকে গ্রাম্য মাতব্বর ও তার চেলার ভূমিকায় শফিকুল ইসলাম এবং দুলাল উদ্দিনের অসাধারণ অভিনয় স্থানীয় দর্শক স্রোতাকে আবেগিক ও ক্ষুব্ধ করেছে। পাশাপাশি স্কুল মাস্টার ও প্রতিবাদী যুবক বাদলের ভূমিকায় আব্দুল মান্নান ও আলমগীর হোসেনের অন্যান্য অভিনয় দর্শকদের হৃদয় জয় করেছে। ভণ্ড কবিরাজের ভূমিকায় শরিফুল ইসলামের অনবদ্য অভিনয় প্রচুর প্রশংসা কুড়িয়েছে। বস্তুত: স্থানীয় নাট্যানুরাগীরা  আগামীতে এমন সুন্দর ও ম সফল নাটক উপহার দিতে বেতবাড়ী বিপ্লবী নাট্যগোষ্ঠীর কাছে আবেদন রেখেছেন।
 
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা