, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


জি এম কাদেরের স্ত্রীর জন্য ঢাকা-১৮ ছাড়ল আওয়ামী লীগ

  • আপলোড সময় : ১৭-১২-২০২৩ ০৫:০২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৩ ০৫:০২:২৮ অপরাহ্ন
জি এম কাদেরের স্ত্রীর জন্য ঢাকা-১৮ ছাড়ল আওয়ামী লীগ
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। এ ধারাবাহিকতায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরের জন্য ঢাকা-১৮ আসন থেকে প্রার্থী প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। আজ রবিবার ১৭ ডিসেম্বর এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত চিঠি দিয়েছে দলটি।
 
এদিকে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, জাতীয় পার্টির সঙ্গে আলোচনায় ২৬টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মিত্ররা জোট হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ৬টি আসন ১৪ দলকে ছেড়ে দেয়া হয়েছে।  

গত ৪ ডিসেম্বর বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-১৮ আসনের বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন। 
 
সেই ঘোষণা অনুযায়ী জাতীয় পার্টির (জাপা) শেরীফা কাদের, কল্যাণ পার্টির দয়াল কুমার বড়ুয়া, বিএনএফের আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের হাবিব হাসান, এনপিপির জাকির হোসেন ভূইয়া, জাকের পার্টির শরীফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন ও খসরু চৌধুরীর প্রার্থিতা বৈধ ছিল।
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন