, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশ ভীতু দেশ নয়, ভয় দেখালেই কাজ হবে না: ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১৭-১২-২০২৩ ০২:০০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৩ ০২:০০:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ ভীতু দেশ নয়, ভয় দেখালেই কাজ হবে না: ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এবার ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন, ‘বাংলাদেশ কোনো ভীতু দেশ নয়। এখানে ভয় দেখালেই কোনো কাজ হবে না।’  আজ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে আলোচনায় অংশ নেন এম জে আকবর। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পশ্চিমা দেশগুলো বাংলাদেশকে নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে। বিভিন্নভাবে চাপে রাখছে।  এ বিষয়ে সাংবাদিকরা মন্তব্য জানতে চাইলে এম জে আকবর বলেন, ‘যারা ভয় দেখাচ্ছে তারা ভুলে যাচ্ছে, বাংলাদেশ কোনো ভীতু দেশ নয়। এখানে ভয় দেখালেই কোনো কাজ হবে না।’ 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিচ্ছেন। ৭৫ পরবর্তী স্বৈরাচারের বিরুদ্ধে যে সাহসী ভূমিকা রেখেছেন, সেজন্য তাকে সম্মান জানানো, আর এ বিষয়ে উদযাপন করা উচিত।’ 

রাশিয়া অভিযোগ করেছে, বাংলাদেশের নির্বাচন সামনে রেখে এখানে যুক্তরাষ্ট্র আরব বসন্ত ঘটানোর চেষ্টা করছে। এ নিয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘এটা তাদের (রাশিয়া) কাছে বলেন, আমরা এ বিষয়ে জানি না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর।’
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান