, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেট্রোর দরজায় জামা আটকে প্রাণ গেল নারীর

  • আপলোড সময় : ১৭-১২-২০২৩ ১২:০০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৩ ১২:০০:০২ অপরাহ্ন
মেট্রোর দরজায় জামা আটকে প্রাণ গেল নারীর
এবার মেট্রোর দরজায় কাপড় আটকে রেললাইনের উপর পড়ে গেলেন এক ভারতীয় নারী। তার পোশাক দরজায় আটকে থাকাকালীনই মেট্রোটি চলতে শুরু করে। ফলে মেট্রোর লাইনের উপরেই পড়ে যান তিনি। আর তাতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে নারীর।
 
আজ  ১৭ ডিসেম্বর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার’র এক প্রতিবেদনে বলা হয়, দিল্লি মেট্রো লাইনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত নারীর নাম রীনা।
 
জানা যায়, রীনা পশ্চিম দিল্লির নাঙ্গলোই থেকে মোহন নগরের দিকে যাচ্ছিলেন। মাঝে ইন্দ্রলোক স্টেশনে নেমে ট্রেন পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে পোশাক আটকে যাওয়ার সময় তিনি মেট্রোয় উঠছিলেন, না কি মেট্রো থেকে নামছিলেন, এখনও তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে মেট্রোয় ওঠার সময়েই এই দুর্ঘটনা।

তিনি মেট্রোয় ওঠার আগেই সম্ভবত ট্রেনের দরজা বন্ধ হয়ে গিয়েছিল এবং তাতেই তার কাপড় আটকে পড়ে, এমনটাই মনে করছেন পরিবারের সদস্যরা। ঘটনার পর রীনাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। দু’দিন চিকিৎসা চললে, অবশেষে তাকে আর বাঁচানো গেল না।
 
এদিকে দিল্লি মেট্রোর মুখ্য জনসংযোগ কর্মকর্তা অনুজ দয়াল জানান, বৃহস্পতিবার মেট্রোর দরজায় কাপড় আটকে দুর্ঘটনার কবলে পড়েন রীনা। তাকে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শনিবার সেখানে তার মৃত্যু হয়।

এদিকে মেট্রোরেলের নিরাপত্তা কর্মকর্তা এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। কারও গাফিলতি প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। দিল্লি পুলিশের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
সর্বশেষ সংবাদ