, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মোহাম্মদপুরে মোবাইল সার্ভিসিং এর দোকানে আ-গু-ন

  • আপলোড সময় : ১৭-১২-২০২৩ ১১:৩৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৩ ১১:৩৭:৪১ পূর্বাহ্ন
মোহাম্মদপুরে মোবাইল সার্ভিসিং এর দোকানে আ-গু-ন
সাইফুল্লাহ, ঢাকা: শনিবার (১৬ ডিসেম্বর) মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে একটি মোবাইল সার্ভিসের দোকানে আগুনের ঘটনা ঘটে। রাত ৮:১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, রাত সাড়ে ৮টার দিকে কন্ট্রোল রুমে খবর আসে ঢাকা উদ্যান এলাকায় একটি দোতলা ভবনের নিচতলায় দোকানে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

উক্ত আগুনের ঘটনায় একজনকে আশংকা জনক ভাবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেয়া। তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন। আহত হওয়া ব্যক্তিটিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ব্যক্তিটির নাম শফিক (৬০)। তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। 

বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

তবে দোকানটির আশ পাশের দোকানে তেমন কোন ক্ষতি হয় নি বলে জানা যায়। দোকানটির পাশে আরেকটি মোবাইল শোরুম, ফার্নিচার এবং দ্বিতীয় তলায় একটি মাদরাসা আছে। আগুন লাগার সাথে সাথে ফার্নিচার দোকানের প্রায় সব ফার্নিচার বাইরে নেয়৷ এ ছাড়া ১৬ ডিসেম্বর ও শুক্রবার হওয়ায় মাদরাসাটি বন্ধ ছিল। মোবাইল শোরুমের দোকানটি একেবারে পাশে হওয়ায় কিছুটা ক্ষতির আশংকা করছে স্থানীয়রা।

ঘটনাস্থলে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান ভুঁঞা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আসা পর্যন্ত সমস্ত ব্যবস্থা গ্রহণ করেন।

আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায় নি। 
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা