, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বৃষ্টিতে ম্যাচ নেমে এলো ৩০ ওভারে, রান পাহাড়ের পথে নিউজিল্যান্ড

  • আপলোড সময় : ১৭-১২-২০২৩ ০৯:৪৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৩ ০৯:৪৫:০৯ পূর্বাহ্ন
বৃষ্টিতে ম্যাচ নেমে এলো ৩০ ওভারে, রান পাহাড়ের পথে নিউজিল্যান্ড
এবার ডুনেডিনে ২০ ওভার না পেরোতেই তিনবার বাগড়া দিয়েছে বৃষ্টি। তৃতীয় দফা বৃষ্টি বাগড়ার পর আবারও শুরু হয়েছে নিউজিল্যান্ডের ইনিংস তবে বৃষ্টির কারণে ম্যাচ নামিয়ে আনা হয়েছে ৩০ ওভারে। প্লেয়িং কন্ডিশনেও পরিবর্তন আনা হয়েছে। একজন বোলার সর্বোচ্চ ৬ ওভার বোলিং করতে পারবেন।

বাংলাদেশের জন্য যেটি খুব একটা স্বস্তির নয়। বাংলাদেশ ইনিংসে প্রথম পাওয়ার প্লে হবে ৬ ওভার, তৃতীয় পাওয়ার প্লে হবে শেষ ৬ ওভার। ২৬ ওভার শেষে নিউজিল‍্যান্ডের রান ৩ উইকেটে ১৮৭।

এর আগে টস জিতে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারেই শরিফুলের হাত ধরেই এসেছিল স্বাগতিকদের দুই উইকেট। ইনিংসের চতুর্থ বলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। রাচিন রবীন্দ্র (০) উইকেটের পেছনে মুশফিকের হাতে ধরা পড়েন শরিফুলের বলে।

ওভারের শেষ বলে হেনরি নিকোলসকে (০) সাজঘরে ফেরান টাইগার এই পেসার। পাওয়ারপ্লের বাকি সময় আর সাফল্য মেলেনি। বারবার বৃষ্টি বাধার পরও দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। হাফ সেঞ্চুরি করার পথে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। তার ফিফটি এসেছে ৬৭ বলে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, জ্যাকব ডাফি, উইলিয়াম ও’রুর্ক।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস