, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হজ করতে টেকনাফ থেকে পায়ে হেঁটে মক্কা যাচ্ছেন মোহাম্মদ জামিল

  • আপলোড সময় : ১৭-১২-২০২৩ ০৯:৩৭:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৩ ০৯:৩৭:৩২ পূর্বাহ্ন
হজ করতে টেকনাফ থেকে পায়ে হেঁটে মক্কা যাচ্ছেন মোহাম্মদ জামিল
২০২৪ সালে সৌদি আরবের মক্কায় হজ পালনের উদ্দেশে পায়ে হেঁটে মোহাম্মদ জামিল (৪৮) নামে কক্সবাজারের টেকনাফের এক শিক্ষক গ্রাম ছেড়েছেন।  গতকাল ১৬ ডিসেম্বর শনিবার সকালে টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট থেকে থেকে হেঁটে রওনা দেন। তিনি টেকনাফ আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক এবং টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার মরহুম হাজি আবুল হাসিমের ছেলে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ‘আজকে টেকনাফ থেকে এক শিক্ষক পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন। এটি খুব প্রশংসনীয় ও দুঃসাহসিক উদ্যোগ। আমরা তার সফলতা কামনা করি।’

এদিকে যাত্রার বিষয়ে মোহাম্মদ জামিল বলেন, আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হজ পালনের উদ্দেশে তার এই সফর। প্রথম দিনে ৩০ কিলোমিটার হেঁটে টেকনাফের হোয়াইক্যংয়ে পৌঁছেছেন। রোববার ফজরের নামাজ শেষে আবার রওনা করবেন।’ 

তিনি আরো বলেন, বেনাপোল সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করবেন, তারপর পাকিস্তান, ইরান, দুবাই ও সৌদি আরব- এই ৫ দেশের মাটিতে হেঁটে আগামী হজ মৌসুমের আগেই তার মক্কায় পৌঁছানোর ইচ্ছা।

জামিল বলেন, ‘প্রায় ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আরব আমিরাতে পৌঁছানো হচ্ছে আমার স্বপ্ন। এর আগে চলতি বছরে আমি ১৬ দিনের মধ্যে বেনাপোল গিয়েছিলাম।’ বিভিন্ন ভাষায় পারদর্শী জামিল বলেন, ‘লোক দেখানো নয়। আল্লাহ এবং তার রাসূল (সা:)-কে সন্তুষ্ট করার লক্ষ্যেই আমার এ সফর।’
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান