, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৩ ০৭:১৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৩ ০৭:১৪:৪৮ অপরাহ্ন
বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন
১৯৬৪ সালে দেশে ক্রীড়াক্ষেত্রে প্রথম পুরস্কারের প্রবর্তন করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে বিএসপিএ। তাতে জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার লিটন কুমার দাস, সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও এশিয়া কাপে তিনটি স্বর্ণপদকজয়ী আর্চার নাসরিন আক্তার। 

লিটন দাস, সাবিনা খাতুন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২-এর সংক্ষিপ্ত তালিকাতেও আছেন। তাদের সঙ্গে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী দ্রুততম মানব ইমরানুর রহমান। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে।

এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৯জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করবে বিএসপিএ। এবারই প্রথম যোগ করা হয়েছে অর্থ পুরস্কার। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সেরা নির্ধারণে ভোটিংও শুরু হয়েছে গেছে, চলবে ২৬ মে পর্যন্ত। ভোট দেওয়া যাবে বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইট www.bspa.com.bd- এ।

আগামী ২৮ মে বেলা সাড়ে ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে হবে এই মিলনমেলা। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এই উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছেন বিএসপিএ-র সভাপতি সনৎ বাবলা। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির কো-চেয়ারম্যান মাহবুব সরকার ও সদস্য সচিব সামীউর রহমান। মনোনীতদের ট্রফি, সার্টিফিকেটের পাশাপাশি প্রথমবারের মতো অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন জেসমিন জামান।


পূর্নাঙ্গ মনোনয়ন তালিকা - 
১. বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২২ (মনোনীত)
লিটন দাস (ক্রিকেট), সাবিনা খাতুন (ফুটবল)
,নাসরিন আক্তার (আর্চারি)
 
২. পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২ (মনোনীত)
লিটন দাস (ক্রিকেট), সাবিনা খাতুন (ফুটবল), ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স)
 
৩. বর্ষসেরা ক্রিকেটার ২০২২ (পুরুষ)
লিটন দাস 
 
৪. বর্ষসেরা ক্রিকেটার ২০২২ (নারী)
নিগার সুলতানা জ্যোতি
 
৫. বর্ষসেরা ফুটবলার ২০২২ (পুরুষ) 
রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল)
 
৬. বর্ষসেরা ফুটবলার ২০২২ (নারী)
সাবিনা খাতুন
 
৭. বর্ষসেরা আরচার ২০২২
নাসরিন আক্তার
 
৮. বর্ষসেরা হকি খেলোয়াড়
আশরাফুল ইসলাম
 
৯. বর্ষসেরা অ্যাথলেট
ইমরানুর রহমান
 
১০. বর্ষসেরা কোচ ২০২২
গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল)
 
১১. উদীয়মান ক্রীড়াবিদ ২০২২
নাফিজ ইকবাল  (টেবিল টেনিস)
সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)
 
১২. তৃণমূলের সংগঠক ২০২২
আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)
 
১৩. সেরা দলগত সাফল্য
সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল
ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল
 
১৪. বিশেষ সম্মাননা ২০২২
সুমিতা রানী (হার্ডলার)
 
১৫. সেরা সংস্থা
বাংলাদেশ কাবাডি ফেডারেশন
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন