আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনীতিতে নাম লিখিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়বেন তিনি। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজন করছে ভার্চুয়াল টক শো 'বিসিএল আড্ডা'র।
যে আয়োজনে এর আগে যুক্ত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। বিসিএল আড্ডায় এবারের চমক সাকিব আল হাসান। আড্ডায় এবারের অতিথি হিসেবে আসছেন সদ্য রাজনীতিতে নাম লেখানো বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে করা পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ শনিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ছাত্রলীগের এই ভার্চুয়াল আড্ডায় থাকবেন সাকিব। রাত ৯টায় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখানো হবে।
অতিথি হিসেবে সাকিব থাকলেও উপস্থাপকের নাম প্রকাশ করা হয়নি। থাকতে পারে চমক। জাতীয় দলের হয়ে ১৭ বছর ধরে মাঠ মাতানো সাকিব এবার রাজনীতির ময়দানে নেমেছেন। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি।
খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে নেমে পড়া অবশ্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য নতুন কিছু নয়। এর আগে জাতীয় ক্রিকেট দলের আরেক অধিনায়ক মাশরফীও জাতীয় দলে খেলা অবস্থাতেই আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ও দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।