, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইন্ডিয়ার সাথে সেই ম্যাচ, এখনো আমি ইউটিউবে দেখি: পাপন

  • আপলোড সময় : ১৬-১২-২০২৩ ০৪:২৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৩ ০৪:২৫:১০ অপরাহ্ন
ইন্ডিয়ার সাথে সেই ম্যাচ, এখনো আমি ইউটিউবে দেখি: পাপন
গত জুলাইয়ে ভারত নারী দলের বিপক্ষে ঘরের মাঠে ইতিহাস গড়েছিল বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর সিরিজ নির্ধারণী ম্যাচে মিরপুরে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ড্র করেছিল টাইগ্রেসরা।

আর সেই দুর্দান্ত ম্যাচটি এখনো ইউটিউবে দেখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গত ২২ জুলাইয়ের সিরিজ নির্ধারণী ম্যাচটিতে শেষ ওভারে জয়ের জন্য ভারত নারী দলের প্রয়োজন ছিল ৩ রান। হাতে ছিল এক উইকেট। এমন সমীকরণের সামনে মারুফা আক্তারের ওপরই ভরসা রাখেন নিগার সুলতানা জ্যোতি।

এই পেসারের করা ওভারের প্রথম দুই বলে একবার করে প্রান্ত বদল করেন দুই ব্যাটার। স্কোরলাইন সমান হওয়ার পর ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে শর্ট লেন্থে করেছিলেন মারুফা। সেখানে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ধরা পরেন মেঘনা। তাতে ম্যাচটি ড্র হয়। পরে ম্যাচ শেষে মেজাজ হারিয়ে শাস্তির মুখোমুখি হয়েছিলেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। 

আজ শনিবার বিজয় দিবস উপলক্ষ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। এ সময় ভারতের বিপক্ষে সেই ম্যাচ নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'ইন্ডিয়ার সাথে যে ড্রটা করল, শ্বাসরুদ্ধকর ম্যাচ। এখনো আমি ইউটিউবে গিয়ে দেখি। আমার বারবার দেখতে ইচ্ছা করে। এই ম্যাচটা...ড্র করার কথা মনে আছে! শেষ বলে অসাধারণ। 
 
এরপর ঘরের মাঠে পাকিস্তানকেও সিরিজ হারায় জ্যোতিরা। যা বড় অর্জন মনে করেন পাপন, ‘ইন্ডিয়া উইমেন এখন খেলছে ইংল্যান্ডের সাথে। অস্ট্রলিয়া ইংল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। যেভাবে ডমিনেট করেছি আমরা এটা তো একটা বিরাট অর্জন। পাকিস্তানের সাথে সিরিজ জিতলাম, এটা একটা বড় অর্জন।' 

এদিকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জ্যোতিরা এখন অবস্থান করছে দক্ষিণ আফ্রিকায়। ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশের মেয়েরা। পাপন বলেন, 'দক্ষিণ আফ্রিকা হচ্ছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট। তাদের সাথে আমরা জিতলাম। ওদের ওখানে গিয়ে, এটা কী একটা সোজা কথা।'
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা