, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিজয় দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

  • আপলোড সময় : ১৬-১২-২০২৩ ০২:৩৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৩ ০২:৩৩:১২ অপরাহ্ন
বিজয় দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি
আজ মহান বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সময় বিজিবিকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায় বিএসএফ।
 
আজ শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় হিলি আইসিটি ক্যাম্প কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম ভারতের বিসিএফের হিলি ক্যাম্প কমান্ডার রাজেস দেওয়ার হাতে এ সব মিষ্টি তুলে দেন।  এ সময় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার বিজিবিকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।
 
এদিকে হিলি আইসিটি ক্যাম্প কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বলেন, ‘বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং সীমান্তে উভয় বাহিনীর মধ্যে সোহার্দ্য সম্প্রতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে জয়পুরহাট ২০ বিজিবির পক্ষ থেকে ভারতের ও ১৫১ বিএসএফ অধিনায়কে মিষ্টি উপহার দেয়া হয়েছে। দীর্ঘ দিন ধরে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়ের এ রেওয়াজ চলে আসছে।’
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা