, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এবার গাজায় হামলা চালালো ইসরায়েলি নৌবাহিনী

  • আপলোড সময় : ১৬-১২-২০২৩ ১২:৩২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৩ ১২:৩২:৫৯ অপরাহ্ন
এবার গাজায় হামলা চালালো ইসরায়েলি নৌবাহিনী
এবার গাজায় চলমান বিমান ও স্থল আক্রমণের মধ্যেই এবার নতুন করে হামলা চালালো ইসরায়েলি নৌবাহিনী। গাজা ভূখণ্ডের দক্ষিণ রাফাহ অঞ্চলে বোমা হামলা করেছে দেশটির নৌবাহিনী। 

এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গাজা উপত্যকার দক্ষিণে তীব্র লড়াই চলছে। গাজা ভূখণ্ডের রাফাহ ও খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলার মধ্যেই দক্ষিণ রাফাহ অঞ্চলে বোমা হামলা করেছে নৌবাহিনী।

গাজার কেন্দ্রস্থল খান ইউনিসে হামলায় ওসামা বিন জায়েদ মসজিদ, আল হুব মার্কেট এবং জাসের বিল্ডিং ধ্বংস করা হয়। এতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, রাফাহ শহরের আল-শাবোরা শরণার্থী শিবিরে আবাসিক ভবনে হামলায় কমপক্ষে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় নিহত হয়েছেন আল জাজিরার এক সাংবাদিক।

এর আগে গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৮ হাজার ৭শ’ ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি বাসিন্দা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস