এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাটিতে কখনোই ওয়ানডে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। দুই দলের ১৬ বারের দেখায় প্রতিবারই হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। অতীত ইতিহাস পক্ষে না থাকলেও এবার সেটা বদলাতে চান নাজমুল হোসেন শান্ত।
এদিকে সাকিব আল হাসান-তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটাররাও কিউইদের মাটিতে তাদের হারাতে পারেনি। সেই তুলনায় নতুন একটা দল নিয়ে টম ল্যাথামদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজে টাইগারদের অধিনায়কের দায়িত্ব পাওয়া শান্ত মনে করেন, এই দলটার সামর্থ্য আছে কিউইদের হারানোর।
এ সময় তিনি বলেন, “অবশ্যই, আমার মনে হয় এর আগে কোনো টিমই করতে পারে নাই। আমাদের বাংলাদেশ টিম যতবারই এসেছে কিন্তু কোনো না কোনো একটা গ্রুপকে তো করতেই হবে। আমার মনে হয় যে, এই গ্রুপটার সেই সামর্থ্য আছে। সবাই বিশ্বাস করে যে, এ বছর আমাদের ভিন্ন রেজাল্ট হবে ইনশাআল্লাহ”
এদিকে নিউজিল্যান্ডের মাটিতে বরাবরই ভালো খেলেন সৌম্য সরকার। বেশ কিছুদিন ধরে দলের বাইরে থাকলেও তাকে স্কোয়াডে রেখেছে টিম ম্যানেজমেন্ট। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ব্যাট-বলে সৌম্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে মনে করেন শান্ত।
তিনি বলেন, “আলাদা কোনো প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই না আমি। সৌম্যর রোলটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের সাথে ওনার বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু সাকিব ভাই নাই। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট এই চিন্তা মাথায় রেখেই তাকে সিলেক্ট করেছে। সাথে অভিজ্ঞতা তো আছেই”