এবার দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে শীত। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। সন্ধ্যা গড়াতেই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ।
পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটছে হতদরিদ্র মানুষের। সরকারি-বেসরকারি উদ্যোগে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।
এদিকে শীতে দেখা দিচ্ছে ঠান্ডাজনিত নানা রোগব্যাধি। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু আর বয়স্ক।