, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার

  • আপলোড সময় : ১৫-১২-২০২৩ ১২:০৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৩ ১২:০৫:৫২ অপরাহ্ন
সিরাজগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে তরুণীকে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়েরের চারদিন পর জেলার কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে জেলা যুবলীগের আহ্বায়ক মো. রাশেদ ইউসুফ জুয়েল, যুগ্ম আহ্বায়ক মো. হাসান শহীদ চঞ্চল, সঞ্জয় সাহা ও আলহাজ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সাময়িক অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, যুবলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে আলী আসলামের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে এক তরুণী নিজেই বাদী হয়ে কাজিপুর থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আলী আসলামের স্ত্রীর বান্ধবী নির্যাতিত ওই তরুণী মাঝে মধ্যেই তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত ৩০ এপ্রিল স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ওই তরুণীকে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন যুবলীগ নেতা আসলাম। এ ঘটনার পরও বিয়ের প্রলোভনে দফায় দফায় তাকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে তরুণী বিয়ে করার জন্য চাপ দিলে টালবাহানা করেন আসলাম। বাধ্য হয়ে গত ১৭ নভেম্বর আসলামের বাড়িতে অনশন করেন এবং বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে প্রচার করেন ওই তরুণী। পরে কাজি অফিসে নিয়ে যাওয়ার কথা বলে স্ট্যাম্পে জোরপূর্বক ওই তরুণীর স্বাক্ষর নেন যুবলীগ নেতা। এদিকে বিয়ে না করে জোরপূর্বর স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ায় ওই তরুণী নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করলে তিনি সুস্থ হয়ে ওঠেন।