, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের ইঞ্জিন বিকল

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৩ ০৫:৩৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৩ ০৫:৩৩:৩৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের ইঞ্জিন বিকল ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে।

তালশহর রেলস্টেশনের মাস্টার এস এম নাজমুল জানান, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে আসে। এরপর তালশহর স্টেশনের আউটারে এসে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

ইতোমধ্যে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে আরেকটি ইঞ্জিন আনা হয়েছে। এটি ট্রেনটির সঙ্গে সংযুক্ত করা হলে আবার ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সচল হবে।
সর্বশেষ সংবাদ