, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাড়ী ফেরা মানুষের উপচে পড়া ভিড়, কাউন্টারে নেই বসার সুব্যবস্থা

  • আপলোড সময় : ১৫-১২-২০২৩ ১১:৫১:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৩ ১১:৫১:৪৯ পূর্বাহ্ন
বাড়ী ফেরা মানুষের উপচে পড়া ভিড়, কাউন্টারে নেই বসার সুব্যবস্থা
সাইফুল্লাহ, ঢাকা: ছুটির দিন হওয়ায় গ্রামে যাওয়া মানুষের উপচে পড়া ভিড় কাউন্টারগুলোতে। গুলিস্তান বাস টার্মিনালে শীত উপেক্ষা করে সকাল থেকে আসতে থাকে মানুষ। লক্ষ থাকে কাঙ্ক্ষিত আসনটির। তবে সে আশায় অনেকের গুড়েবালী হয়ে যায়। সকাল ৯টা নাগাদ প্রায় সব বাসের সিট বিক্রি শেষ হয়ে যায়। সিট থাকলেও বাসটি ছাড়বে হয়তো দুপুর ১টার পর। নিরুপায় হয়ে দুপুর ১টার বাসের সিটটিও কিনে রাখছে মানুষ। 

তবে এত সময় এই বাস কাউন্টারে বসার নেই কোন আরামদায়ক ব্যবস্থা। তাই বিপাকে পড়তে হয় বৃদ্ধ, বাচ্চা সহ অসুস্থ ব্যক্তিরা। কেওবা ব্যাগের উপর, কেওবা পলিথিন বিছিয়ে বসার ব্যবস্থা করেছেন। আবার যেখানে বসে আছে সেখান দিয়ে মাঝেমধ্যে যাচ্ছে বাস। ফলে মহাবিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের।

ইমাদ, ইনা, টুঙ্গিপাড়া, ফালগুনী সব কাউন্টার ঘুরে দেখা যায় ৪ ঘন্টার আগে বাসের সিট নেই। কয়েকটি কাউন্টারে কথা বলে জানা যায় হরতাল, অবরোধসহ অন্যান্য রাজনৈতিক কর্মসূচীতে বাস চলাচল স্বাভাবিক রাখা যায় না। এখন বাসে অগ্নিসংযোগ করায় যাত্রীরাও নিরাপদ মনে করেন না। তাই আজ ছুটির দিন হওয়ায় যাত্রীদের চাপ অনেক বেশী।

গুলিস্তান থেকে খুলনাগামী বাসের এসি বাসের ভাড়া ৭৫০টাকা চাচ্ছে ইমাদ, ৬৫০ টাকা ননএসি চেয়ার কোচের ভাড়া চাচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের কোন অভিযোগ উঠে নি।

যাত্রীদের সাথে কথা বলে জানা যায় আগামীকাল ছুটি থাকায় গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আজ। 
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা