, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইসরায়েলকে সতর্ক করলেন বাইডেন

  • আপলোড সময় : ১৫-১২-২০২৩ ১১:৪৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৩ ১১:৪৭:৪২ পূর্বাহ্ন
ইসরায়েলকে সতর্ক করলেন বাইডেন
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের টানা হামলায় বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা কমাতে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে বেসামরিক নাগরীকদের জীবন বাঁচাতে ইসরায়েলকে ‘আরও সতর্ক’ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর ব্লুমবার্গ।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর স্থল যুদ্ধের মাত্রা কমিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র, এমন রিপোর্টের মধ্যেই আবার এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। আগ্রাসনের জেরে মিত্রদেশটিকে গাজায় যুদ্ধের তীব্রতা কমানোর জন্য নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র।

টানা দুই মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় ১৯ হাজার ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এ প্রসঙ্গে, জাতিসংঘেও যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে। 

হোয়াইট হাউজের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এখন ইসরায়েল সফরে রয়েছেন। এর আগে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা করতে জ্যাক সুলিভান সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। তাদের আলোচনার অন্যতম বিষয় ছিল ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা। গাজায় চলমান যুদ্ধ নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে।

এর আগে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘের সাধারণ পরিষদে মৌরিতানিয়া ও মিসরের প্রস্তাবে এ ভোটাভুটি হয়। বাংলাদেশ সময় বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাস হয়। বাংলাদেশ, ভারতসহ ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
সর্বশেষ সংবাদ