, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মসজিদে ঢুকে মাইকে ইহুদিদের ধর্মীয় গান গাইল ইসরাইলি সেনা!

  • আপলোড সময় : ১৫-১২-২০২৩ ১১:১৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৩ ১১:১৪:৪৭ পূর্বাহ্ন
মসজিদে ঢুকে মাইকে ইহুদিদের ধর্মীয় গান গাইল ইসরাইলি সেনা!
সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের জেনিনে একটি ক্যাম্পে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় স্থানীয় একটি মসজিদে ঢুকে মাইকে ‘প্রার্থনা’ করতে দেখা গেছে ইসরাইলি এক সেনাকে। এছাড়া ঘটনার সময় মসজিদের ভেতরেও দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন সেনা।
 
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মসজিদে ওই ইসরাইলি সেনার ‘প্রার্থনা’ আসলে ছিল ইহুদিদের ধর্মীয় উৎসব ‘হানুকার’ গান। 
 
এদিকে এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে ইসরাইলি ওই সেনাকে দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম দ্য আর্মি রেডিও। 
 
তবে ওই সেনার কোনো দায় নেই দাবি করে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–জির আর্মি রেডিওকে বলেছেন,  যোদ্ধাদের পাশে থাকতে হবে আমাদের। তবে যুদ্ধের সময় তাদের এমন কাজ করা উচিত নয়।
  
এদিকে আরেক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ওই বিশেষ গান ‘হানুকা গান’ নামে পরিচিত। মসজিদের মাইকে গানের ‘উই কেম টু ভ্যানিস দ্য ডার্কনেস’-এর মতো কিছু লাইন ভেসে আসছিল।  
সর্বশেষ সংবাদ